অজ্ঞাত মৃত নারীর পরিচয় আবশ্যক


অজ্ঞাত এক মৃত নারীর পরিচয় জানা আবশ্যক। গত ২৭ জানুয়ারি ২০১৯ তারিখ দুপুর ১৪.০০ টায় সাভার থানাধীন ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী কলাতিয়াপাড়া দাখিল মাদ্রাসার সামনে ট্রাক চাপায় নিহত হন এক অজ্ঞাত নারী। 
সাভার থানা সূত্রে জানা যায়, অজ্ঞাত নারী একজন পাগলী। বয়স আনুমানিক ৩০ বছর।  ট্রাকের চাপায় তার ডান পায়ের উরু হতে পেটের নিম্নাংশ পর্যন্ত কেঁটে ও থেতলিয়ে মারত্মক জখম হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলের আশেপাশের জনসাধারণ অজ্ঞাত পাগলী মহিলাকে সাভারের ইনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংক্রান্তে ২৭ জানুয়ারি ২০১৯ সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।  ছবিতে প্রদর্শিত মৃত মহিলাকে দেখে কেউ সনাক্ত করতে পারলে সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম( 01718607227) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
 print

Comments

Popular posts from this blog

ধর্ষণের পর ধড়-মুণ্ড বিচ্ছিন্ন করে খুন ছাত্রীকে, গ্রেফতার কাকা